রায়পুর, ২১ সেপ্টেম্বর (হি.স.): বিজেপিকে ‘ঠকবাজ’ বললেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মহিলা সংরক্ষণ বিল নিয়েই বিজেপি তথা শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন ভূপেশ বাঘেল। বৃহস্পতিবার সকালে রায়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভূপেশ বাঘেল বলেছেন, “তাঁরা ঠকবাজ। যে মহিলা সংরক্ষণ বিল আনা হয়েছে তা কংগ্রেস সমর্থন করেছে, তবে আদমশুমারি এবং সীমানা নির্ধারণের পরে এটি কার্যকর করা হবে।”
ভূপেশ বাঘেল দাবি করেছে, “এ জন্য অনেক বছর লাগবে। সোনিয়া গান্ধী স্পষ্টভাবে বলেছেন, এটি অবিলম্বে কার্যকর করা উচিত। কিন্তু আমরা তা হতে দেখছি না। ২০২৪ সালের নির্বাচনে এটি বাস্তবায়ন করা উচিত।” উল্লেখ্য, এর আগে বুধবারই লোকসভায় পাস হয়েছে মহিলা সংরক্ষণ বিল।

