ওয়েলিংটন, ২০ সেপ্টেম্বর (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যাণ্ডের দক্ষিণ দ্বীপ। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার সকালে ৬.২ মাত্রার তীব্র ভূকম্পন অনুভূত হয় নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে। স্থানীয় সময় সকাল ৯.১৪ মিনিট নাগাদ এই কম্পন টের পান প্রায় ১৫ জাহার মানুষ।
ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্রাইস্টচার্চের ১২৪ কিলোমিটার পশ্চিমে, মাটির ১১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি হলেও, প্রাণহানি অথবা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। জারি হয়নি সুনামি সতর্কতাও। তবে, কম্পন টের পাওয়া মাত্রই বহু মানুষ আতঙ্কে ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়ান।