চেন্নাইতে টিএনইবি ও টিএএনজিইডিও-র দফতরে হানা আয়কর বিভাগের

চেন্নাই, ২০ সেপ্টেম্বর (হি.স): আয়কর বিভাগ চেন্নাইতে অভিযান চালাচ্ছে বলে সূত্রের তরফে জানা গিয়েছে। তামিলনাড়ু ইলেকট্রিসিটি বোর্ড এবং তামিলনাড়ু জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্পোরেশনের ঠিকাদার এবং সরবরাহকারী সম্পর্কিত বেশ কয়েকটি জায়গায় আইটি বুধবার সকাল থেকে অভিযান শুরু করেছে।

টিএনইবি ও টিএএনজিইডিও-র বেশ কয়েকজন আধিকারিকও আয়কর দফতরের নজরে রয়েছে। সেই সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতেই আয়কর বিভাগের এই অভিযান বলে জানা গিয়েছে।