বিপ্লব ছাড়া বিবর্তন সম্ভব নয়, লোকসভায় বললেন ডিম্পল যাদব

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.) : বিপ্লব ছাড়া বিবর্তন সম্ভব নয়, মহিলা সংরক্ষণ বিল নিয়ে বলতে গিয়ে লোকসভায় এমনটাই বললেন সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। তিনি বলেছেন, “বিপ্লব ছাড়া বিবর্তন সম্ভব নয়। আমাদের দেশে বিবর্তন ঘটানোর জন্য, ওবিসি, এসসি এবং সংখ্যালঘুদের মহিলাদের সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ।”

বুধবার লোকসভায় ডিম্পল যাদব আরও বলেছেন, “এই (মহিলা সংরক্ষণ) বিল লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলিতে প্রয়োগ করা হবে, তবে আমি জানতে চাই এটি রাজ্যসভা এবং রাজ্য বিধান পরিষদেও কার্যকর হবে কি না?”