বীরেন্দ্র ক্লাব: ১(বিকন)
জুয়েলস এসোসিয়েশন: ০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। গুরুত্বপূর্ণ জয় পেয়েছে বীরেন্দ্র ক্লাব। হারিয়েছে জুয়েলস এসোসিয়েশনকে ন্যূনতম গোলের ব্যবধানে। এই জয়ের সুবাদে বীরেন্দ্র ক্লাব আরও ৩ পয়েন্ট পেয়ে ৭ ম্যাচের শেষে মোট ৬ পয়েন্ট পেয়েছে। তবে অবনমন থেকে নিজেরা আদৌ রেহাই পাবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। কেননা বীরেন্দ্র ক্লাবের আর একটি ম্যাচ রয়েছে, সেটি রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে। মাঠে রামকৃষ্ণ ক্লাবকে হারানোর মতো অঘটন ঘটলে হয়তো বীরেন্দ্র ক্লাব অবনমনের হাত থেকে রেহাই পেয়ে যাবে। অন্যথায় নয়। এদিকে অবনমনের দোরগোড়ায় দাঁড়িয়ে আরও দুটি ক্লাব ফ্রেন্ডস ইউনিয়ন এবং টাউন ক্লাব শিবিরে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। কেননা ফ্রেন্ডস ইউনিয়নের আরও দুটো ম্যাচ রয়েছে যথাক্রমে লাল বাহাদুর ব্যায়ামাগার এবং এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। টাউন ক্লাবেরও আরও দুটো ম্যাচ রয়েছে যথাক্রমে ফরওয়ার্ড ক্লাব ও এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। প্রথম সারির দল হিসেবে এই দল গুলোর বিরুদ্ধে টাউন ক্লাব, ফ্রেন্ডস ইউনিয়ন কতটুকু লড়াই করতে পারে, তাই এখন দেখার বিষয়। এই পর্যন্ত লীগ তালিকার পরিসংখ্যান অনুযায়ী বীরেন্দ্র ক্লাবকেই অবনমনের তালিকায় প্রথম সারিতে রাখতে হচ্ছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলের ২৮ তম ম্যাচে আজ, বীরেন্দ্র ক্লাব ন্যূনতম গোলে জুয়েলস কে পরাজিত করে ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। খেলা শুরুতে তিন মিনিটের মাথায় বীরেন্দ্র ক্লাবের বিকন চাকমার গোলে দল এক-শূন্যতে লিড নেয়। পরবর্তী সময়ে জুয়েলসের ছেলেরা গোলটি শোধ করার লক্ষ্যে একাধিকবার প্রয়াস নিলেও কার্যত পেড়ে ওঠেনি। পক্ষান্তরে বীরেন্দ্র ক্লাবও রক্ষণভাগে যথেষ্ট গুরুত্ব দিলে প্রথমার্ধের পরবর্তী সময়ের পাশাপাশি দ্বিতীয়ার্ধেও নিজেদের শিবির সুরক্ষিত রেখে দেয়। খেলার দুই অর্ধে দু’দলের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হয়। তবে দ্বিতীয় গোলের সন্ধান কেউ দিতে পারেনি। শেষ পর্যন্ত বীরেন্দ্র ক্লাব ন্যূনতম গোলে ফের জয়ের মুখ দেখল। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি বিশ্বজিৎ দাস, অসীম বৈদ্য, তপন কুমার দেবনাথ ও শিবজ্যোতি চক্রবর্তী। দিনের খেলা: রামকৃষ্ণ ক্লাব ও এগিয়ে চলো সংঘ, বিকেল তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।