২০১০ সালেই মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছিল, কিন্তু তা স্তব্ধ করে দেওয়া হয় : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): রাজ্যসভায় বড়সড় দাবি করলেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খাড়গে। মঙ্গলবার নতুন সংসদ ভবনের রাজ্যসভার মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে খাড়গে বলেছেন, “তাঁরা আমাদের কৃতিত্ব দেয় না, তবে আমি তাঁদের নজরে আনতে চাই যে মহিলা সংরক্ষণ বিলটি ২০১০ সালে পাস হয়েছিল। কিন্তু তা স্তব্ধ করে দেওয়া হয়।”

খাড়গে এদিন আরও বলেছেন, “তফসিলি জাতির মহিলাদের শিক্ষার হার কম এবং সেই কারণেই রাজনৈতিক দলগুলির দুর্বল মহিলাদের বেছে নেওয়ার অভ্যাস রয়েছে। যাঁরা শিক্ষিত ও লড়াই করতে পারে তাঁদের তাঁরা বেছে নেবে না।” খাড়গের মতে, অনগ্রসর, তফসিলি জাতির মহিলারা এমন সুযোগ পান না, যা অন্যরা পাচ্ছেন।