রামপুরহাট, ১৯ সেপ্টেম্বর (হি. স.) তিন দিন নিখোঁজ থাকার পর পুকুরের জল থেকে উদ্ধার হলো তারাপীঠের এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। ঘটনাটি বীরভূমের তারাপীঠ থানার তারাপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম নিমাই চৌধুরী। বাড়ি বীরভূমের মাড়গ্রাম থানার বসোয়া গ্রামে। তিনি তারাপীঠ এলাকায় পোল্ট্রি মুরগীর ব্যবসা করতেন।
মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা পুকরের জলে মৃতদেহটি ভাসতে দেখেন। তারা পুলিশে খবর দিলে তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃতের দাদার অভিযোগ, তার ভাইকে খুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। মৃতের দাদার প্রবীর চৌধুরী বলেন, “পোল্ট্রি ফার্মের মালিক সিদ্ধার্থ ঘোষ দাদাকে মেরে জলে ফেলে দিয়েছে”। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ সিদ্ধার্থ ঘোষকে আটক করেছে।