আট লক্ষ টাকা বাজেটের গনেশ পূজার আয়োজন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আট লক্ষ টাকা বাজেটের গনেশ পূজার আয়োজন করেছে সুগারমিল গনেশ পূজা কমিটির নেতৃত্বরা। 

 শান্তির বাজার মহকুমার সুগারমিল গনেশপূজা কমিটির উদ্দ্যোগে এইবছর প্রথমবারের মতো সার্বজনীন গনেশ পূজার আয়োজন করা হয়েছে।  আজ থেকে এই গনেশ পূজার শুভ সূচনা করা হয়েছে।  গনেশ পূজাকে কেন্দ্র করে সমাপ্তি দিন পর্যন্ত চলবে নানান সামাজিক আনুষ্ঠান। এর মধ্যে একদিন পূজায় আগত দর্শনার্থীদের মধ্যে পুস্পান্ন বিতরন করা হবে।  

এইবছর প্রথমবারের মতো পূজা করাতে  বাজেট রাখা হয়েছে ৮ লক্ষ টাকা।  সুগারমিল এলাকায় গনেশ পূজা আয়োজন করাতে শান্তির বাজারের লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।