আগরতলা , ১৯ সেপ্টেম্বর : সারা দেশের সাথে রাজ্যেও শুরু হয়েছে গণেশ চতুর্থী। গত কয়েক বছর ধরে রাজ্যেও মহা ধুমধামে আয়োজিত হচ্ছে গণেশ পুজো। রাজ্যের বিভিন্ন জায়গায় ছোট ও বড় আকারে প্রচুর পজোর আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এই বছরও আগরতলা রবীন্দ্রভবনের সামনে গণপতি সামাজিক সংস্থা সাধ্য অনুযায়ী তাদের পূজোর আয়োজন করেছে। রাজধানীর আগরতলা শহর রাজ্যের সর্বত্রই গণেশ পূজাকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
আগরতলা শহর এলাকার বেশ কিছু পূজা মন্দির গত দু-তিনদিন ধরেই আলোক সজ্জায় সজ্জিত হয়ে উঠেছে। গণেশ পূজাকে কেন্দ্র করে শহর এলাকায় লোকারন্য। বসেছে মেলাও। আগরতলা ছাড়াও দক্ষিণ ত্রিপুরা জেলায় বিশেষ করে শান্তির বাজারে গণেশ পূজাকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে ভক্ত প্রাণ মানুষের মধ্যে।
2023-09-19