গণেশ চতুর্থীর আগে চূড়ান্ত ব্যস্ততা পটুয়াপাড়ায়, দম ফেলার ফুরসৎ নেই শিল্পীদের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): রাত পোহালেই, গণেশ চতুর্থীর উৎসবে মেতে উঠবে মহারাষ্ট্র-সহ গোটা দেশ। গণেশ চতুর্থীর আগে সোমবার চূড়ান্ত ব্যস্ততা দেখা গিয়েছে পটুয়াপাড়ায়, দম ফেলার ফুরসৎ নেই শিল্পীদের। শেষ মুহুর্তের প্রস্তুতিতে মগ্ন মৃৎ শিল্পীরা। মহারাষ্ট্র হোক অথবা উত্তর প্রদেশ, কিংবা পশ্চিমবঙ্গ-দেশের বিভিন্ন রাজ্যেই এখন মহাধুমধাম করে গণেশ পুজোর আয়োজন করা হয়।

শিল্পীদের শেষ বেলার কাজে তা দম ফেলার জো নেই। কারণ সোমবারই মণ্ডপের উদ্দেশ্যে পাড়ি দেবেন গণপতি। তাই গণপতির প্রতিমায় তুলির শেষ টান দিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা। চূড়ান্ত ব্যস্ততার মধ্যেই এক মৃৎ শিল্পী জানিয়েছেন, মূর্তি তৈরি একটি দীর্ঘ প্রক্রিয়া। এতে প্রায় ৫-৬ মাস সময় লাগে। ভাগে ভাগে এই কাজ করা হয়। আমরা সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *