বেঙ্গালুরু, ১৮ সেপ্টেম্বর (হি.স.): কর্ণাটকের বেঙ্গালুরু গ্রামীণ জেলায় রহস্যজনকভাবে মৃত্যু হল একই পরিবারের ৪ জন সদস্যের। মৃতরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। বেঙ্গালুরু গ্রামীণ জেলায় পোল্ট্রি ফার্মের একটি ঘরে একই পরিবারের ৪ জন সদস্যের মৃত্যু হয়েছে। মৃতদের নাম-কালে সারিকি (৬০), লক্ষ্মী সারিকি (৫০), উষা সারিকি (৪০) ও পুল সারিকি (১৬)।
পুলিশ জানিয়েছে, মৃতরা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বাসিন্দা। বিগত ১০ দিন থেকে ডোডডাবল্লাপুর তালুকের ডোডডাবেলাভাঙ্গালার কাছে হোলিয়ারাহাল্লিতে একটি পোল্ট্রি ফার্মে কাজ করছিলেন তাঁরা। সোমবার তাঁদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

