বিশ্বকাপে ভারত ‘ভয়ঙ্কর’ দল হতে যাচ্ছে : শোয়েব আখতার

করাচি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): একদিন আগে ভারত যখন বাংলাদেশের কাছে হেরেছিল তখন রাউলপিন্ডি এক্সপ্রেস বলেছিলেন, বাংলাদেশের কাছে ভারতের হারে শান্তি পাচ্ছেন পাকিস্তানিরা। আর দুদিন পর শ্রীলংকাকে গুঁড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরই তিনি ঘুরে গিয়ে ভারতীয় ক্রিকেট দলের প্রশংসা করলেন। তিনি বললেন, আন্ডারডগ হিসেবে এশিয়া কাপ শুরুর পর বদলে যাওয়া ভারত বিশ্বকাপে ভয়ঙ্কর দল হতে যাচ্ছে।’

সেই সঙ্গে শোয়েব বলেছেন, ‘আমি কল্পনাও করিনি যে ভারত এভাবে শ্রীলংকাকে হারাবে। এখন আমার মনে হচ্ছে ভারত বিশ্বকাপের সবচেয়ে ভয়ঙ্কর দল হতে যাচ্ছে। কিন্তু আমি কাউকে বাদ দিচ্ছি না। কারণ উপমহাদেশের সব দল অদম্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *