নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (হি.স) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে তার অফিসিয়াল হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, মোদীকে “নতুন ভারতের স্থপতি” হিসাবে অভিহিত করেন। যোগী আদিত্যনাথ লেখেন, উন্নত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর উৎসর্গ এবং দৃষ্টি অতুলনীয়।
যোগী, প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ভারত মাতার মহান ভক্ত, নতুন ভারতের স্থপতি, ‘এক ভারত-শ্রেষ্ঠ ভারত’-এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, প্রধানমন্ত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরও লেখেন, উন্নত ভারত গড়ার লক্ষ্যে আপনার নিবেদন এবং দৃষ্টি অতুলনীয়। ভগবান শ্রী রামের কৃপায়, আপনি দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। আশীর্বাদ করুন যাতে আমরা সবাই যেন আপনার সফল নেতৃত্ব পেতে পারি, এটাই আমাদের প্রার্থনা। রবিবার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বিজেপি ‘সেবা পাখওয়াদা’ নামে একটি বিশেষ প্রচার শুরু করেছে।
2023-09-17