ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর।। অল ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশন এবং সোনামুড়া জুডো সেন্টারের যৌথ উদ্যোগে মহকুমার ধনিরামপুরে অনুষ্ঠিত হলো সিনিয়র ন্যাশনাল জুডো সিলেকশন ট্রায়াল রাজ্যভিত্তিক আসর। রাজ্য ভিত্তিক এই আসরে দক্ষিণ জেলা ছাড়া বাকি সাতটি জেলা থেকে জুডোকারা অংশগ্রহণ করে। আগামী ১- ৫ অক্টোবর রাজস্থানে অনুষ্ঠিত হবে অল ইন্ডিয়া জুডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় আসর। সিনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা রাজ্য থেকে ১৫ জনের দল অংশগ্রহণ করবে। সেই মর্মে রবিবার সোনামুড়ার ধনিরামপুরে অনুষ্ঠিত হওয়া রাজ্যভিত্তিক আসরে বালকদের বিভিন্ন ইভেন্টে ২৩ জন এবং বালিকাদের বিভিন্ন ইভেন্টের ১৭ জন অংশগ্রহণ করে। এতে বালকদের বিভাগে শুরু হয় ৬০ কেজি থেকে এবং বালিকাদের ৪৮ কেজি। এদিনের আসর প্রসঙ্গে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন অ্যাসোসিয়েশনের রাজ্য সেক্রেটারি কিশোর দাস।পাশাপাশি এদিন বিভিন্ন বিভাগে জাতীয় স্তরে সুনাম অর্জনকারী ছয় জন জুডোকারকে সংবর্ধনা জানানো হয় অ্যাসোসিয়েশনের তরফ থেকে।
2023-09-17