প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষ্যে বদ্রীনাথ-কেদারনাথ ধামে বিশেষ পুজোর আয়োজন

কেদারনাথ, ১৭ সেপ্টেম্বর (হি.স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে রবিবার বদ্রীনাথ ও কেদারনাথ ধামসহ মন্দির কমিটির সকল মন্দিরে বিশেষ পুজার্চনার আয়োজন করা হয়। সেইসঙ্গে দেশের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ-সমৃদ্ধিও কামনা করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে রবিবার সকালে বদ্রীনাথ ধামে তাঁর নাম ও গোত্র দিয়ে ভগবান বদ্রীবিশালের মহাভিষেক করা হয়। মোনাজাত করেন রাওয়াল ঈশ্বর প্রসাদ নাম্বুদিরি। বিশেষ পুজোর সময় মন্দিরে উপস্থিত ছিলেন, মন্দির কমিটির ভাইস চেয়ারম্যান কিশোর পানওয়ার, অফিসার ইনচার্জ গিরিশ দেবলী সহ সকল কর্মকর্তা, কর্মচারী ও তীর্থযাত্রীরা। বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির (বিকেটিসি) সভাপতি অজেন্দ্র অজয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

কেদারনাথ ধামেও প্রধানমন্ত্রী মোদীর নাম-গোত্র দিয়ে ভগবান কেদারনাথের রুদ্রাভিষেক করা হয়। ভৈরবনাথ মন্দিরে পুজো ও যজ্ঞ করা হয়। এই অনুষ্ঠানে পুরোহিত শিবলিঙ্গ এবং বিকেটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা যোগেন্দ্র সিং, নির্বাহী কর্মকর্তা আরসি তিওয়ারি সহ সমস্ত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উখিমঠের পঞ্চকেদার গদ্দিস্থল ওমকারেশ্বর মন্দিরে ভগবান ওমকারেশ্বরের পুজো করা হয়। বিকেটিসির মিডিয়া ইনচার্জ ড. হরিশ গৌর জানান, নরসিংহ মন্দির জোশীমঠ, সিদ্ধপীঠ, কালীমঠ, দ্বিতীয় কেদার মদমহেশ্বর, তৃতীয় কেদার তুঙ্গনাথ, বিশ্বনাথ মন্দির গুপ্তকাশীসহ বহু মন্দিরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে পুজো করা হয়।