পাচারের উদ্দেশ্যে প্রচুর কাপড় আটক বিলোনিয়ায় 

আগরতলা, ১৭ সেপ্টেম্বর।। বাংলাদেশে পাচারের জন্য একটি পরিত্যক্ত ঘরে মজুদ রাখা প্রচুর পরিমাণ কাপড় উদ্ধার করতে সক্ষম হয়েছে বিলোনিয়া থানার পুলিশ। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে ঋষ্যমুখের কৃষ্ণনগর এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে প্রচুর পরিমান কাপড়   উদ্ধার করেছে  পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস জানিয়েছেন,  কৃষ্ণনগর বাজার থেকে কিছুটা দূরে একটি পরিত্যক্ত ঘরে এই কাপড়ের বস্তাগুলি মজুত করা ছিল। যদিও এই বিষয়ে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।  কাপড়গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এনে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মহকুমা পুলিশ আধিকারিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান উদ্ধার করা কাপড়ের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা। পরিত্যক্ত একই ঘর থেকে কাপড়গুলি উদ্ধার করা সম্ভব হলেও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে জালে তুলতে পারেনি পুলিশ। তবে চক্রটিকে জালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য আন্তর্জাতিক সীমান্ত পথে প্রতিনিয়তই কাপড় সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং নেশা সামগ্রী বাংলাদেশে পাচার হচ্ছে। বিএসএফের নজরদারির ঘাটতিতে এভাবে  এধরনের পাচার অব্যাহত রয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে বলে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *