কলম্বো, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : এশিয়া কাপ হওয়া নিয়ে হয়েছে অনেক বাক বিতন্ডা।দেখতে দেখতে শেষও হয়ে গেল এশিয়া কাপ। আজ এশিয়ার সেরা হওয়ার শেষ লড়াই।
কলম্বোতে রবিবাসরীয় এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং দাসুন শানাকার শ্রীলঙ্কা। টুর্নামেন্টের সুপার ফোরে শেষ দুই দলের সাক্ষাতে ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৪১ রানে। এখন দেখার বর্তমান চ্যাম্পিয়নরা ঘরের মাঠে শেষ লড়াইয়ে বাজিমাত করতে পারে কিনা। অন্যদিকে বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাস বাড়াতে চায় রোহিত -কোহলিরা।
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এর আগে এশিয়া কাপে ভারত এবং শ্রীলঙ্কা মোট ২২ বার মুখোমুখি হয়েছে। দুজনেরই জয় সমান সমান। ১১ বার জিতেছে ভারত এবং শ্রীলঙ্কার জয়ও ১১ ম্যাচে। গত বছরের এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে হারিয়েছিল শ্রীলঙ্কা। এ বছর সেই হারের বদলা নিয়েছে টিম ইন্ডিয়া।ভারতীয় সময় অনুসারে এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল ৩টে। এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩ ও স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি)।