গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : ‘অমৃত বৃক্ষ জন-আন্দোলন’-এর পর ‘আমার মাটি আমার দেশ’ কাৰ্যসূচি সম্পর্কে বেশ কিছু বিষয়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৩-তম জন্মদিন উপলক্ষ্যে অসমে ‘অমৃত বৃক্ষ জন-আন্দোলন’এর অঙ্গস্বরূপ একদিনে এক কোটি গাছের চারা রোপণ হবে। এদিন জনতা ভবন চত্বরে অশোক গাছের চারা রোপণ করে ‘অমৃত বৃক্ষ জন-আন্দোলন’-এ অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী।
গাছের চারা রোপণ করে জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ‘আমার মাটি আমার দেশ’ সম্পর্কে কিছু বিষয়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, ১৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘আমার মাটি আমার দেশ’ কাৰ্যসূচি। এই কাৰ্যসূচি উপলক্ষ্যে দুটি থিম সঙেরও চালু করবে রাজ্য সরকার।
তিনি জানান, ১৯ সেপ্টেম্বর জেলাশাসকরা সংশ্লিষ্ট জেলার নাগরিকদের সহযোগিতায় এই কাৰ্যসূচি শুরু করবেন। রাজ্যের প্ৰত্যেকটি গ্রাম, ৫০টি পুরসভা এলাকার সব বাড়ি থেকে এক মুষ্ঠি মাটি সংগ্রহ করে পালন করা হবে এই কাৰ্যসূচি। ২০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে মাটি সংগ্ৰহ। সংগৃহীত মাটি ভরতি করা হবে নির্দিষ্ট একেকটি কলসিতে। এর নাম দেওয়া হয়েছে অমৃত কলস।
কোনও পরিবার যদি মাটি দিতে অসুবিধার সম্মুখীন হয়, তা-হলে ওই পরিবার কলসিতে অন্ন (চাল) দেবেন, বলেন মুখ্যমন্ত্ৰী। এর পর কাৰ্যসূচি অনুযায়ী ২ অক্টোবর থেকে ৩ অক্টোবর মাটির কলসটি নিয়ে গ্রাম পঞ্চায়ত কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। একটি গ্রাম পঞ্চায়েতে কম করেও ২০টি মাটির কলস হবে, সাংবাদিক সম্মেলনে জানান হিমন্তবিশ্ব শৰ্মা।
এছাড়া গ্রামে গ্রামে কলসিতে এনজিও, বিভিন্ন সংস্থা, সংগঠন মাটি সংগ্রহ করবে। তাদের এই দায়িত্ব দেবেন জেলাশাসকরা। মুখ্যমন্ত্রী জানান, গ্রামগুলির মাটি পঞ্চায়েত কাৰ্যালয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাদা কাপড়ে নেওয়া হবে। পরবর্তীতে ওই মাটি নামঘর, সর্বজনীন প্রতিষ্ঠান নিৰ্মাণে ব্যবহার করা হবে।
এই মাটি ভরতি কলস নিয়ে পঞ্চায়েত কাৰ্যালয় থেকে ব্লক কাৰ্যালয়ে নিয়ে যাওয়া হবে নামকীর্তন করে শোভাযাত্রার মাধ্যমে। পরে ওই মাটি ব্লকে যাওয়ার পর সব অমৃত কলসের মাটি আবার মিশিয়ে দেওয়া হবে। গোটা অসম থেকে ৫৪০টি কলস গুয়াহাটিতে নিয়ে আসা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান মুখ্যমন্ত্ৰী।
এর পরবৰ্তী কাৰ্যসূচির তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ২৭০টি অমৃত কলস শংকরদেব কলাক্ষেত্রে রাখা হবে। তার পর ২৭ অক্টোবর এই কলসগুলি দিল্লিতে পাঠিয়ে অসম ভবনে রাখা হবে বলে জানান তিনি।
৩০ অক্টোবর দিল্লির অমৃত উদ্যানে অসমের এই মাটিগুলি মিশ্রিত করা হবে। সমগ্র ভারত থেকে অমৃত উদ্যানে ৭,৫০০টি মাটি ভরতি কলস জমা হবে। সমান্তরালভাবে মুখ্যমন্ত্ৰীর ঘোষণা, অসমের বাকি ২৭০টি কলস গহপুরে নেওয়া হবে। গহপুরে কনকলতা বিশ্ববিদ্যালয় নিৰ্মাণে ব্যবহার করা হবে এই ২৭০টি কলসের মাটি।

