১৯ ঘণ্টা পর কেষ্টপুর খাল থেকে যুবকের দেহ উদ্ধার

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স) : দীর্ঘ ১৯ ঘন্টা তল্লাশির পর কেষ্টপুর খাল থেকে উদ্ধার করা হল যুবকের দেহ । রবিবার সকালে বাগুইআটি থানা থেকে খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তারা এসে উদ্ধার কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই উজ্জ্বল মল্লিক নামে ওই যুবকের দেহ ভেসে ওঠে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ কেষ্টপুর খালে পড়ে গিয়েছিলেন বছর পঁয়ত্রিশের উজ্জ্বল মল্লিক । সে তখন কালভার্টের ওপর বসেছিলেন। সেখান থেকে খালের জলে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। রাতভর ওই খালের জলে তল্লাশি অভিযান চালানো হয়। কিন্তু ওই যুবকের কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর রবিবার সকালে থানার থেকেই খবর দেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তারা এসে উদ্ধার কাজ শুরু করার কিছুক্ষণের মধ্যেই উজ্জ্বল মল্লিকের দেহ ভেসে ওঠে। খালের জল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কীভাবে খালের জলে পড়ে গেলেন ওই যুবক, সেই সন্দেহ দানা বাঁধছে। আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দিয়েছেন নাকি আচমকা পা পিছলে পড়ে যান তা এখনও স্পষ্ট নয়। পরিবার সূত্রে খবর, দিন কয়েক ধরেই উজ্জ্বল মানসিক অবসাদে ভুগছিলেন। উজ্জ্বল একটি অনলাইন ডেলিভারি সংস্থায় কাজ করতেন। কিছু দিন আগে রাতের দিকে গৌতমের বাইকটি আটক করে পুলিশ।

সূত্রের খবর, মদ্যপ অবস্থায় নিজের বাইক পাশে রেখে অন্য একটি বাইক চুরি করার চেষ্টা করছিলেন। সেইসময় পুলিশ তাঁকে হাতেনাতে ধরে। উজ্জ্বল নিজের বাইকের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে পুলিশ তাঁর বাইক বাজেয়াপ্ত করে নিয়ে যায়।

মৃত যুবকের পরিবারের দাবি, নিজের বাইকের জন্য মুষড়ে পড়েছিলেন উজ্জ্বল। পুলিশের প্রাথমিক অনুমান, খালের জলে ঝাঁপ দিয়েছেন তিনি। তবে এর পিছনে অন্যকোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।