উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী, অমিত শাহ এবং যোগী অনেকে

দেহরাদূন, ১৬ সেপ্টেম্বর (হি.স) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ সহ অনেক নেতা-মন্ত্রীরা।

মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে জন্মদিনে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আপনি উত্তরাখণ্ডের উন্নয়নে প্রশংসা করার মতো কাজ করছেন। মোদী এক্স-এ পোস্ট করে জানান, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি যুবকদের আশা-আকাঙ্খাকে কেন্দ্র করে উত্তরাখণ্ডের উন্নয়নের জন্য প্রশংসনীয় কাজ করে চলেছেন। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের কামনাও করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী ধামি বলেন, আপনার নির্দেশনায় আমরা উত্তরাখণ্ডকে দেশের শীর্ষস্থানীয় রাজ্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত করতে ক্রমাগত কাজ করে চলেছি। উত্তরাখণ্ডের প্রতি আপনার বিশেষ সংযুক্তি এবং চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সাহচর্য আমাকে সবসময় শক্তিশালী উত্তরাখণ্ড গঠনে শক্তি এবং অনুপ্রেরণা জোগায়।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী ধামিকে তাঁর জন্মদিনে অভিনন্দন জানিয়ে বলেন, দেবভূমির উন্নয়ন এবং মানুষের কল্যাণের জন্য তাঁর এই ধরনের নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়া উচিত। ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ধামিকে একজন কঠোর পরিশ্রমী রাজনীতিবিদ এবং একজন দক্ষ বক্তা হিসেবে বর্ণনা করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, স্মৃতি ইরানি, গজেন্দ্র সিং শেখাওয়াত, ড. মনসুখ মান্ডোভিয়া, গিরিরাজ সিং, জিতেন্দ্র সিং, অর্জুন মুন্ডা, মনোহর লাল খাট্টার, হিমন্ত বিশ্ব শর্মা, দেবেন্দ্র ফড়নবিস, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক, প্রহ্লাদ সিং প্যাটেল, পেমা খান্ডু, সর্বদানন্দ সোনেওয়াল, তরুণ চুগ, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে তাঁর জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন।