লখনউ, ১৬ সেপ্টেম্বর (হি.স.): সনাতন ধর্ম নিয়ে এবার মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং। তিনি বলেছেন, সনাতন ধর্ম চিরন্তন, পৃথিবীর কোনও শক্তি তা ধ্বংস করতে পারে না। পাশাপাশি সনাতন ধর্ম প্রসঙ্গে তামিলনাড়ুর মন্ত্রী উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যের নিন্দা করেছেন রাজনাথ সিং।
শনিবার উত্তর প্রদেশের লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ সিং বলেছেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক…সনাতন ধর্ম ”বসুধৈব কুটুম্বকম”-এর বার্তা দিয়েছে, যার অর্থ সমগ্র বিশ্ব আমাদের পরিবার। আমাদের মা ও বোনেরা যখন ময়দা মাখায় এবং সেই সময় যদি একটি পিঁপড়া কাছাকাছি চলে যায় তবে তাঁরা ময়দার একটি ছোট অংশ খেতে দেয়…সনাতন ধর্ম চিরন্তন। পৃথিবীর কোনও শক্তি একে ধ্বংস করতে পারে না।”