কলকাতা, ১৬ সেপ্টেম্বর(হি.স.): আইএসএল শুরু হওয়ার আগেই মোহনবাগানের কাছে খারাপ খবর। হাঁটুর গুরুতর চোটে জন্য এ মরশুম আর খেলতে পারবেন না তারকা ফুটবলার আশিক কুরুনিয়ান। সদ্য শেষ হওয়া কিংস কাপে ভারতের হয়ে ইরাকের বিরুদ্ধে খেলার সময় হাঁটুতে গুরুতর চোট পান। প্রথমে ভাবা হয়েছিল চোটটা হয়তো তেমন কিছু নয়। কিন্তু পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পরে যে রিপোর্ট আসে তাতে দেখা যায় চোটের অবস্থা
খুবই খারাপ। ক্লাবের তরফে নিশ্চিত করা হয়েছে এই হাঁটুর চোটের কারণেই চলতি মরশুমে আর খেলা হবে না তার। পাশাপাশি ক্লাবের তরফে জানানো হয়েছে ফুটবলারটির সমস্ত চিকিৎসার খরচ থেকে শুরু করে রিহ্যাবের খরচ সব বহন করবে ক্লাব।
2023-09-16