ল্যাব টেক পদে নিয়োগ করা সহ চার দফা দাবিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাকে ডেপুটেশন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ল্যাব টেক পদে নিয়োগ করা সহ চার দফা দাবিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট  ডেপুটেশনে মিলিত হয়েছে অল মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল। 

তাঁদের অভিযোগ, রাজ্য সরকার গত ছয় বছর ধরে ল্যাব টেক পদে একজনকে নিয়োগ করে নি। গত বছরের ৩০ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ পক্ষ থেকে ল্যাব টেকের ৩৬১টি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু একবছর অতিক্রান্ত হলেও সরকার একজনকেও নিয়োগ করেনি। তিন হাজারের অধিক রাজ্যে বেকার রয়েছেন। কিন্তু শূন্য পদ থাকা সত্ত্বেও সরকার ল্যাব টেক পদে নিয়োগ করছে না। এ বিষয়ে একাধিক বার স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন,  মিছিল, মিটিং সহ মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদান করা হলেও এখনো পর্যন্ত কোনো সদুত্তর মিলেনি। তাই আজ চার দফা দাবিতে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট  ডেপুটেশনে মিলিত হয়েছেন সংগঠনের এক প্রতিনিধি দল।

তাঁদের দাবি, চাকুরীতে স্থায়ী ভিত্তিতে সমস্ত শূন্য পদে ল্যাব টেকের অবিলম্বে নিয়োগ, সরকারী ডায়াগনস্টিক সার্ভিসে পিপিপি মডেল অবিলম্বে প্রত্যাহার, জনস্বাস্থ্যের স্বার্থে প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরকারী ডায়াগনস্টিক পরিষেবা চালু করা,সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা জাতীয়করণ করা হোক। অতিসত্বর  দাবি পূরণ করা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারী দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *