আগরতলা, ১৬ সেপ্টেম্বর: চাকুরীচ্যুত শিক্ষকদের চাকুরীতে পুনর্বহাল সংক্রান্ত বিষয় খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রীর গঠন করা এডভাইজারি কমিটির রিপোর্ট পেশ নিয়ে তালবাহানা করছে শিক্ষা দপ্তর। এই অভিযোগ তুলে আজ শিক্ষা ভবনে বিক্ষোভ দেখিয়েছেন ১০,৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধি দল।
তাঁদের অভিযোগ, বিধানসভা নির্বাচনের ছয় মাস অতিক্রান্ত হলেও মুখ্যমন্ত্রীর গঠন করা এডভাইজারি কমিটির রিপোর্ট প্রকাশ করছে না শিক্ষা দপ্তর। এ বিষয়ে একাধিকবার চাকুরীচ্যুত শিক্ষকদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য চিঠি দেওয়া হলেও আজ পর্যন্ত সদুত্তর পাননি তাঁরা ।
তাই আজ এডভাইজারি কমিটির রিপোর্ট পেশ করে চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের বিদ্যালয়মুখী করা সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিক্ষাভবনে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছেন তাঁদের এক প্রতিনিধি দল।
এদিন তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহার কাছে তাঁদের দেখা করার সুযোগ করে দেওয়ার আবেদন জানিয়েছেন।