নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : দিল্লি সফরে গিয়ে আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন ও সর্বাঙ্গীণ বিকাশের সুফল পৌঁছে দিতে তাঁর দিক নির্দেশনা গ্রহণ করেছেন বলে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সামাজিক মাধ্যমে এক বার্তায় মুখ্যমন্ত্রী লেখেছেন, যাঁর সুযোগ্য নেতৃত্বে ভারত ইতিমধ্যেই একটি ভব্য ও সফল জি২০ শীর্ষ সম্মেলন সম্পন্ন করে বিশ্বে নয়া কীর্তিমান প্রতিষ্ঠিত করেছে। যাঁর বিচক্ষন মার্গদর্শনে বিগত এক দশকে উন্নয়ন ও বিকাশের নয়া মানদন্ড রচিত হয়েছে, আমাদের সকলের মার্গদর্শক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করে তাঁর আশীর্বাদ প্রাপ্তির সৌভাগ্য হয়েছে। রাজ্যের অন্তিম ব্যাক্তি অব্দি উন্নয়ন ও সর্বাঙ্গীণ বিকাশের সুফল পৌঁছে দিতে তাঁর দিকনির্দেশনা গ্রহণ করেছি।