বিরোধীদের জোট ঔদ্ধত্যে পরিপূর্ণ, মানুষ কখনও তা বরদাস্ত করবে না : অনুরাগ ঠাকুর

বিলাসপুর, ১৬ সেপ্টেম্বর (হি.স.): বিরোধীদের “আইএনডিআইএ” জোটের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। অনুরাগের মতে, বিরোধীদের জোট ঔদ্ধত্যে পরিপূর্ণ, মানুষ কখনও তা বরদাস্ত করবে না।

শনিবার ছত্তিশগড়ের বিলাসপুরে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “তাঁরা সংবিধানের অবমাননা করতে চায়, মিডিয়ার কণ্ঠস্বরকে দমন করতে চায়, সনাতন ধর্মকে শেষ করতে চায়… আইএনডিআইএ জোটের নেতারা অহংকারে ভরা, জনগণ তাদের মেনে নেবে না।”