আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে বিদ্যা ব্যবসা চালিয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হয়েছেন যুব কংগ্রেস ও এনএসইউআই -এর সমর্থকরা।
জনৈক ছাত্রনেতার অভিযোগ, ২০১৮ সালে রাজ্যে শিক্ষা বিরোধী জোট সরকার গঠন হয়েছে। এর পর থেকে শিক্ষা দপ্তর একের পর এক তুঘলকি সিদ্ধান্ত গ্রহণ করছে। যা শিক্ষার পরিকাঠামো নষ্ট করে দিচ্ছে।
আরও অভিযোগ, রাজ্যের অন্য সরকারী বিদ্যালয় গুলির তুলনায় বিদ্যা জ্যোতি প্রকল্পের অন্তর্গত বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের অত্যধিক হারে বিভিন্ন ফি ধার্য্য করা হচ্ছে। যা কোনোভাবেই কাম্য নয়। এরই প্রতিবাদে আজ যুব কংগ্রেস ও এনএসইউআই -এর সর্মথকরা শিক্ষা দপ্তরে বিক্ষোভ দেখিয়েছেন।