তামিলনাড়ু, ১৫ সেপ্টেম্বর (হি. স.) : পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মত প্রকল্প এবার চালু করল তামিলনাড়ুর সরকার। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হাঁটল শাসক দল ডিএমকে বলে মনে করছে তৃণমূল।
১৫ সেপ্টেম্বর শুক্রবার কালাইগনার মাগালির উরিমাই থিট্টাম প্রকল্প চালু করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। এই দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দ্রাবিড় মুনেত্র কাজগাম (ডিএমকে)-র প্রতিষ্ঠাতা সিএন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে কাঞ্চিপুরমে এই প্রকল্পটির উদ্বোধন করেন স্ট্যালিন। এই প্রকল্পের অধীনে, রাজ্যের ১.০৬ কোটি মহিলা পরিবারের প্রধানকে প্রতি মাসে এক হাজার টাকা অধিকার অনুদান হিসাবে দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী স্ট্যালিন এই প্রকল্পের সুবিধাভোগীদের কয়েক জনের হাতে এটিএম কার্ডও তুলে দেন। তামিলনাড়ুর মুখ্যসচিব শিব দাস মীনার কথায়, “মাসিক আর্থিক সহায়তা দারিদ্র্য দূরীকরণে সহায়ক হবে। অগাস্ট থেকে ১ কোটি ৬০ লাখ আবেদন পেয়েছি আমরা। ১ কোটি ৬ লাখ ৫০ হাজার মহিলাকে সুঠিক সুবিধাভোগী হিবেসে বেছে নেওয়া হয়েছে।” শিব সেনা মীনা আরও জানিয়েছেন, যাদের আবেদন গৃহীত হয়নি তাঁদের কারণ দর্শানো হবে। সেই কারণ তাঁদের মনোমত না হলে পুনরায় তাঁরা আবেদন করতে পারবেন।

