উৎসাহ উদ্দীপনায় প্রতিযোগিতা সম্পন্নসাঁতারে রাজ্য সেরা স্পোর্টস স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।।
একচ্ছত্র আধিপত্য। ত্রিপুরা স্পোর্টস স্কুলের। ৩৯১ পয়েন্ট পেয়ে রাজ্য সেরা হয়। রাইমা সুইমিং পুলে কার্যত ঝড় তুলে ত্রিপুরা স্পোর্টস স্কুলের সঁাতারুরা। আসরে ২৬০ পয়েন্ট পেয়ে রানার্স হয় পশ্চিম জেলা। রাজ্য স্কুল সঁাতার প্রতিযোগিতায়। তিন দিনভ্যাপী রাজ্য আসর শেষ হয় শুক্রবার। বাঘারঘাটের রাইমা সুইমিং পুলে। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকাইর আধিকারিক দিবাকর দেবনাথ, পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব মদন বনিক, টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রঞ্জন কুমার রায়। আসরকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। এবারের আসরে রেকর্ড হলো ১ টি। এছাড়া আসরের মধ্য দিয়ে জাতীয় আসরে দলগঠনের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হয় সঁাতারুদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *