আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ৫৬ তম ইঞ্জিনিয়ার্স দিবস উপলক্ষে ধর্মনগরের পূর্ত দপ্তরের কমপ্লেক্সে ইঞ্জিনিয়াররা সারাদিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করেছেন।এদিন সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়েছে অনুষ্ঠান।
১৫ সেপ্টেম্বর ছিল স্যার মুখসুগুন্দম ভিসভ্যেসভারাইয়ার ১৬২ তম জন্মদিন। এই জন্মদিন কে প্রকৌশলীরা ইঞ্জিনিয়ারদের হিসাবে প্রতিবছর প্রতিপালিত করে। ১৯৬৮ সালে স্টেট ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন গঠিত । তারপর থেকে এই দিনটিকে রাজ্যে ইঞ্জিনিয়ারসদের হিসেবে প্রতিপালিত হয়ে আসছে।
এদিন তারা জানায় প্রকৌশলীরা হচ্ছে রাজ্য তথা দেশের উন্নয়নের কারিগর। সরকার যেমন জনগণের মান উন্নয়নের জন্য দায়বদ্ধ তেমনি প্রকৌশলীরা যারা সরকারি কাজে নিযুক্ত তারাও সরকারের উন্নয়নের অংশীদার হিসেবে দায়বদ্ধতা পালন করে চলেছে। প্রকৌশলীদের ব্যতিরেকে কোন রাজ্যের বা দেশের উন্নয়ন করা সম্ভব নয়। তারা দিনরাত্র খেটে মানুষকে আরও উন্নত কারিগরি বিদ্যার মাধ্যমে পরিষেবা দিতে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে।
আজকের এই অনুষ্ঠানে প্রথমার্ধে ইঞ্জিনিয়ারদের ছেলেমেয়েদের মধ্যে যারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে দক্ষতার সাথে ভালো ফলাফল করেছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। সেখান থেকে পানিসাগর মহকুমার রামনগরে যে অনাথ আশ্রমটি রয়েছে সেখানে অনাথ ছেলেমেয়েদের খেলাধুলার সামগ্রী এবং পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়। তাছাড়া পানিসাগর মহকুমায় একটি গুরুকুলের আশ্রম রয়েছে। যেখানে ৪৫ জন ছাত্রী পড়াশোনা করে। এ আশ্রমটি মূলত মানুষের অনুদানের উপর ভিত্তি করে চলছে। এই আশ্রমের ৪৫ জন ছাত্রীর জন্য এক মাসের রেশন সামগ্রী তুলে দেওয়া হয়। ধর্মনগরে দেওয়ান পাসাতে সঙ্ঘদীপ পরিচালিত যে অনাথ আশ্রমটি রয়েছে সেখানে বালিকাদের জন্য একটি উন্নতমানের ফিল্টার তুলে দেওয়া হয়। একই জায়গায় প্রান্তিক বৃদ্ধাশ্রম এর বৃদ্ধ মাদের জন্য খাদ্য সামগ্রী এবং উন্নত ফিল্টার প্রদান করা হয় রাজ্য ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের পক্ষ থেকে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় প্রতি বছর তারা মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমুখী পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে।

