উত্তর প্রদেশের এটাহ-তে এনকাউন্টার, পুলিশের গুলিতে আহত এক কুখ্যাত দুষ্কৃতী

এটাহ, ১৫ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের এটাহ জেলায় পুলিশের গুলিতে আহত হয়েছে কুখ্যাত এক দুষ্কৃতী। শুক্রবার ভোররাতে নাকা চেকিংয়ের সময় ওই দুষ্কৃতীকে থামতে বলে পুলিশ, কিন্তু সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ গুলি চালালে ওই দুষ্কৃতী আহত হয়। এরপর তাকে পাকড়াও করেছে পুলিশ। ধৃত দুষ্কৃতীর নাম-সৌরভ শাক্য। ধৃত দুষ্কৃতীর বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়েছে, তার মাথার দাম ধার্য করা হয়েছিল ২০ হাজার টাকা।

এএসপি (গ্রামীণ) সত্যপাল সিং বলেছেন, “বাসরেহার থানা এলাকায় পুলিশ চেকিংয়ের সময়, একজন সন্দেহভাজন ব্যক্তিকে থামানো হয়েছিল, কিন্তু সে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে সে আহত হয়। ওই দুষ্কৃতীকে সৌরভ শাক্য বলে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে ৭টি মামলা নথিভুক্ত করা হয়েছে। তার মাথার দাম ধার্য করা হয়েছিল ২০ হাজার টাকা।”