নেশা সামগ্রী সহ ৬ যুবক গ্রেফতার  

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় নেশার বাড়বাড়ন্ত দিন দিন বেড়ে চলেছে। নেশাকারবারিরা নতুন পন্থা অবলম্বন করে নেশা সামগ্রী পাচার ও মজুত করে রাখছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে এক বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর ব্রাউন সুগার ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পশ্চিম থানার পুলিশ। সাথে ছয় যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে বাদুরতলী কৃষ্ণনগর এলাকার টুটন দেববর্মার বাড়িতে নেশা সামগ্রী বিক্রয় ও সেবন করার জন্য বিভিন্ন এলাকা থেকে যুবককরা জড়ো হয়েছেন। সেই খবরের ভিত্তিতে রাতে টুটন দেবর্বমার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ১০০টি ইয়াবা টেবলেট ও ৫০০ এসপি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। সাথে জাকির দের্ববমা, সজল দের্ববমা, টুটন দের্ববমা, ধনীয়া দের্ববমা, সৌরভ দের্ববমা ও প্রসেনজিৎ দের্ববমা নামে ছয় যুবককে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *