নয়ডা, ১৫ সেপ্টেম্বর (হি.স) : উত্তরপ্রদেশ জেলার নয়ডা শহরে একটি নির্মীয়মাণ বাড়ির লিফট দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ৫ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার উত্তরপ্রদেশের নয়ডায় একটি নির্মীয়মান বিল্ডিংয়ের লিফট ভেঙে পড়ে অন্তত ৪ শ্রমিক নিহত হয়েছেন। গ্রেটার নয়ডার পশ্চিমে আম্রপালি ড্রিম ভ্যালি হাউজিং সোসাইটিতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও ৫ জন কর্মী গুরুতর আহত হয়েছেন।
অতিরিক্ত ডিসিপি (সেন্ট্রাল নয়ডা) রাজীব দীক্ষিত জানিয়েছেন, নির্মাণাধীন বিল্ডিংয়ের ওই লিফটটি ১৪ তলা থেকে পড়ে দুর্ঘটনাটি ঘটে। ডিএম মাণিশ ভার্মা জানিয়েছেন, লিফট দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে,৫ জন আহত হয়েছেন। আহতরা সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, তাদের চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনওরকম গাফিলতি না হয় সেটা তিনি দেখবেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আগস্ট মাসে নয়ডার সেক্টর ১৩৭-এর একটি সোসাইটিতেও লিফট ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছিল।