নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): সমস্ত দেশবাসীকে হিন্দি দিবসের হার্দিক শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। হিন্দি দিবসের শুভেচ্ছা বার্তায় বৃহস্পতিবার অমিত শাহ বলেছেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের ভাষার বৈচিত্র্যকে একত্রিত করার নাম হিন্দি।” অমিত শাহ বলেছেন, “স্বাধীনতা আন্দোলন থেকে এখনও পর্যন্ত, হিন্দি দেশকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
প্রতি বছর ১৪ সেপ্টেম্বর দিনটি হিন্দি দিবস হিসেবে পালিত হয়। হিন্দি ভাষার প্রচার ও প্রসারই এই দিনটি উদযাপনের মূল লক্ষ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন এক ভিডিও বার্তায় আরও বলেছেন, “রাষ্ট্রসঙ্ঘেও হিন্দি ব্যবহারের ওপর জোর দিয়েছে ভারত… তৃতীয় ”অখিল ভারতীয় রাজভাষা সম্মেলন” এই বছর পুনেতে আয়োজন করা হবে।”