তারাপীঠ, ১৪ সেপ্টেম্বর (হি.স.): কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে বৃহস্পতিবার বিশেষ পুজো সম্পন্ন হল তারা মায়ের। ভোর ৪.৩২ মিনিটে অমাবস্যা লাগার সঙ্গে-সঙ্গেই তারাপীঠে শুরু হয় মা তারার বিশেষ পুজো। পুজোর সূচনা হয় মঙ্গলারতির মাধ্যমে। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভক্তদের ঢল নেমেছে। সাধক বামা ক্ষাপা এই তিথিতেই সিদ্ধি লাভ করেন। কৌশিকী অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়।
বিশেষ এই দিনে তারা মায়ের পুজো দিতে দূর-দূরান্ত থেকে ভিড় করেন অগণিত ভক্ত। মহাশ্মশানে আসেন সাধু-সন্ত, তন্ত্রসাধকরা। বীরভূমের তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজো হয় এই দিনে। নিরাপত্তাও আটোসাঁটো করা হয়েছে। কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে ১ হাজার পুলিশ এবং সতেরশো সিভিক ভলান্টিয়ার মোতায়েন রয়েছে বলে জানা গিয়েছে। কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালাচ্ছে পূর্ব রেল।