আগরতলা, ১৪ সেপ্টেম্বর: বামুটিয়া এলাকার রাঙ্গুটিয়া গ্রামে এক যোগদান সভাতে সিপিআইএম দল ছেড়ে ১০ পরিবারের ২৯ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন।
এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত এই যোগদান সভাতে বামুটিয়া মন্ডল সভাপতি বিজু পাল, সিপিআইএম দলের তীব্র সমালোচনা করেন। অন্যদিকে বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধন দাস, সিপিআইএম দল ছেড়ে যারা এদিন বিজেপিতে যোগদান করেছেন উনাদের উদ্দেশ্যে বলেন এতদিন দলের জন্য কাজ করেছেন।
এখন সবাই মিলেমিশে আমরা মানুষের জন্য কাজ করব নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন দলীয় নেতৃত্বরা। নবাগতদের মধ্যে সিপিআইএম দলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য দিলীপ দাস নিজ দলের নীতি আদর্শকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেন বর্তমান সরকারের উন্নয়নমুখী কাজকর্মে অনুপ্রাণিত হয়ে তিনি ওনার পরিবার সমেত বিজেপি দলে যোগদান করেছেন বলে অভিমত ব্যক্ত করেন।