নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বিরোধী জোটের বড় সিদ্ধান্ত। একাধিক টিভি চ্যানেলের সঞ্চালক ও অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিল আইএনডিআইএ । বৃহস্পতিবার ১৪ সংবাদ সঞ্চালকের নামের তালিকা প্রকাশ করে জানান হয় আইএনডিআইএ জোট এই সঞ্চালকদের অনুষ্ঠানে কোনও প্রতিনিধি পাঠাবে না।
বুধবার দিল্লিতে শরদ পওয়ারের বাসভবনে বসেছিল সমন্বয় কমিটির প্রথম বৈঠক। বৈঠক শেষেই জোটের পক্ষ থেকে জানানো হয়েছিল একগুচ্ছ টিভি শো এবং সঞ্চালককে বয়কট করবে জোট। একই সঙ্গে বলা হয়েছিল শ্রীঘ্রই সেই তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে একটি তালিকা। সমন্বয় কমিটিতে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেই জানানো হয়। তাতে ১৪ জন সঞ্চালকের নামের তালিকা প্রকাশ করা হয় । তাঁরা হলেন, আমন চোপড়া, প্রাচী পরাসর, রুবিকা লিকায়ত, চিত্রা ত্রিপাঠি, সুধীর চৌধুরি, অমীশ দেবগন, অর্ণব গোস্বামী, নভিকা কুমার, আনন্দ নরসিহাম, গৌরব সায়ন্ত, অদিতি ত্যাগী, সুশান্ত সিনহা, অশোক শ্রীবাস্তব , শিব আরুর। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে আইএনডিআইএ জোট এই সঞ্চালকদের অনুষ্ঠানে কোনও প্রতিনিধি পাঠাবে না। কারণ হিসেবে জানানো হয়েছে, তাঁরা এমন কোনও সংবাদ অনুষ্ঠানের অংশ হতে চান না, যেখানে কেবল মাত্র বিরোধিদের নিন্দা করা হবে। তাদের কথায় উঠে আসে সংবাদ মাধ্যমের একপাক্ষিক প্রচার প্রসঙ্গ।