৫০ গ্রাম হেরোইন সহ আটক দুই

ধর্মনগর, ১৩ সেপ্টেম্বর: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে ধর্মনগর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়েছে সাবান কেসে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। সাথে বাড়ির মালিক সহ বহি:রাজ্যের এক যুবককে আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা গেছে, বুধবার সকাল ১০ টা নাগাদ ধর্মনগর থানার ইন্সপেক্টর মমতাজ হাসিনার নেতৃত্বে ধর্মনগর থানাধীন টংগিবাড়ি ৩ নং ওয়ার্ডের সুমন্তনী নাথের বাড়িতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে সাবান কেসে ৫০ গ্রাম হেরোইন বাড়ির ভেতর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

ধৃতরা হলেন,  সুমতি নাথ (৪১) এবং অসমের সনবিল আনন্দপুরের বাসিন্দা রাজু দাস (৫৫)।

 পুলিশ সুত্রে প্রাপ্ত খবরে জানা গেছে,  ধৃত পাচারকারী রাজু দাস পার্শ্ববর্তী রাজ্যে অসম থেকে হেরোইন ত্রিপুরায় পাচার করে থাকে বিভিন্ন এলাকায়। পুলিশ তাদের আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তাদের আদালতে সোপার্দ করা হবে।