বিধানসভায় অসম চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ সম্পর্কিত বিভাগীয় মন্ত্ৰীর কাছে সদুত্তর না পেয়ে ওয়াকআউট কংগ্ৰেসের

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : বিধানসভায় অসম চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ রূপায়ণ সম্পর্কিত বিভাগীয় মন্ত্ৰী অতুল বরার কাছে সদুত্তর না পেয়ে ওয়াকআউট করেছেন কংগ্ৰেসি বিধায়করা।

আজ অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রমণিকা শুরু হওয়ার পর প্ৰশ্নোত্তর পর্বে এক হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি করেন বিরোধী কংগ্ৰেস বিধায়করা। অসম চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ রূপায়ণ সংক্রান্ত কংগ্ৰেসের শিবামণি বরার এক প্ৰশ্নের উত্তর দিচ্ছিলেন বিভাগীয় মন্ত্ৰী অতুল বরা। তাঁর জবাবি ভাষণ শুনে ক্ষুব্ধ হয়ে হলস্থূল পরিবেশের সৃষ্টি করে কংগ্রেসের বিধায়করা সদন ত্যাগ করেন।

শিবামণি বরার প্ৰশ্ন ছিল, ন্যায়াধীশ (অবসরপ্রাপ্ত) বিপ্লব শৰ্মা কমিশনের প্ৰতিবেদনকে অক্ষরে অক্ষরে পূরণ করার প্ৰতিশ্ৰুতি দিয়েছিল সরকার। এই সরকার ৬ নম্বর অনুচ্ছেদ রূপায়ণের ক্ষেত্ৰে কী ব্যবস্থা গ্রহণ করেছে? কী পর্যায়ে আছে এই ব্যবস্থা? এই চুক্তি সম্পাদনের ৩৮ বছর হয়ে গেছে। প্রায় চার দশক হতে চলেছে, অসম চুক্তি রূপায়ণ দফতর তার রূপায়ণ প্রক্রিয়া সমাপ্ত করতে কোনও ব্যবস্থা নেবে কিনা? প্রশ্ন ছিল শিবামণি বরার।

ওই সব প্রশ্নের উত্তর দিতে উঠেন অসম চুক্তি রূপায়ণ দফতরের মন্ত্ৰী অতুল বরা। প্রথমেই মন্ত্রী পাল্টা কংগ্ৰেসের ওপর হামলা করে বলেন, ১৯৭৯ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সংগঠিত অসম আন্দোলনে ৮৫৫ জন শহিদকে কে হত্যা করেছিল, কংগ্ৰেস। মন্ত্ৰী বরা যেমনি এ কথা বলেন, সঙ্গে সঙ্গে তেলেবেগুনে জ্বলে ওঠেন কংগ্রেসের বিধায়করা। বিরোধী দলনেতা দেবব্ৰত শইকিয়া সহ উপ-দলপতি রকিবুল হুসেন, কমলাক্ষ দে পুরকায়স্থ প্রমুখ সব কংগ্ৰেস বিধায়ক নিজের নিজের আসনে দাঁড়িয়ে মন্ত্রী অতুলের বক্তব্যের তীব্ৰ বিরোধিতা করেন। ৮৫৫ জন শহিদকে কেন কংগ্ৰেস হত্যা করেছে বলে মন্ত্রী অভিযোগ করবেন বলে হল্লা শুরু করেন বিরোধীরা।

এদিকে অসম আন্দোলনকারীদের (শহিদ) কংগ্রেস হত্যা করেছে বলে যে শব্দ মন্ত্ৰী উচ্চারণ করেছেন তা প্রত্যাহার করতে দাবি তুলেন বিরোধী বিধায়করা। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, সে সময় অসমে কংগ্ৰেসের শাসন ছিল না, রাষ্ট্ৰপতি শাসন চলছিল। তা-হলে কীভাবে তাঁদের কংগ্ৰেস হত্যা করেছিল বলে প্রশ্ন করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ।

জবাবে মন্ত্ৰী অতুল বরা বলেন, তিনি সত্য গোপন করছেন না, সত্য কথা শুনে কেন তেলেবেগুনে জ্বলে উঠেছেন আপনারা? এর পর সদনে বেশ কিছু সময় হই-হ্ট্টগোল করে হুলস্থুল পরিবেশের সৃষ্টি করে দু মিনিটের জন্য ওয়াকআউট করেন কংগ্ৰেসিরা।

অন্যদিকে অসম চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ রূপায়ণে সরকার কী ব্যবস্থা গ্ৰহণ করেছে সে সম্পর্কে বিভাগীয় মন্ত্ৰী অতুল বরা জানান, চুক্তির ৬ নম্বর সহ সব অনুচ্ছেদের সফল রূপায়ণের জন্য অসম সরকারের তত্ত্বাবধানে ইতিমধ্যে একটি উপ-সমিতি গঠন করা হয়েছে। এই উপ-সমিতির সদস্যরা অসম চুক্তির সব অনুচ্ছেদ রূপায়ণের জন্য পৰ্যালোচনা করছেন। এখন পর্যন্ত উপ-সমিতি এই বিষয়গুলির ওপর পঞ্চম স্তরের আলোচনা সম্পাদন করেছে। খুব শীঘ্ৰ এর একটি রূপরেখা প্ৰস্তুত করার দিকে এগিয়ে যাওয়া হচ্ছে।

শিবামণি বরার আরেক প্ৰশ্নের উত্তরে মন্ত্ৰী বরা বলেন, অসম চুক্তির প্ৰায় সব অনুচ্ছেদই রূপায়ণের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে। এর অধিকাংশ অনুচ্ছেদই ইতিমধ্যে রূপায়ণ হয়েছে। অসম চুক্তি রূপায়ণ বিভাগকে বিলুপ্ত করা সম্পর্কে সরকার এখনও কোনও ধরনের বিবেচনা করেনি, বলেন মন্ত্রী অতুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *