আগরতলা , ১৩ সেপ্টেম্বর : আজ সারা দেশে আয়ুষ্মান ভারতের অঙ্গ হিসাবে আয়ুষ্মান ভব: প্রকল্পের ভার্চুয়াল শুভ উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরায় আয়ুষ্মান ভব: প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।
এদিন উত্তর জেলা সদর ধর্মনগরে জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিকের অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক নাগেশ কুমার বি,উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস,মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরুনাভ চক্রবর্তী,মেডিকেল সুপারিনটেনডেন্ট ডক্টর দীপক হালদার সহ স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মকর্তারা।
মূলত ১৭ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত এই আয়ুষ্মান ভব যোজনার কর্মসূচি পালন করা হবে। ২০১৮ সালে আয়ুষ্মান ভারত কর্মসূচি শুরু হয়েছিল।তারই অঙ্গ হিসাবে আয়ুষ্মান ভব কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় হেলথ এন্ড ওয়েললেস সেন্টার গুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাছাড়া , প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা,প্রধানমন্ত্রী হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এবং আয়ুষ্মান ভারত স্কুল হেলথ এন্ড ওয়েলনেস প্রোগ্রাম এই আয়ুষ্মান ভবর আওতাধীন।ইতিমধ্যে উত্তর জেলায় প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্কুল হেলথ এন্ড ওয়েলনেস প্রোগ্রামের কাজ শুরু হয়ে গেছে। প্রতিটি বিদ্যালয়ে দুজন করে এম্বাসেডরকে ট্রেনিং দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য সম্পর্কিত প্রতিটি যোজনাকে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে এই মিশনের মূল উদ্দেশ্য। ২০৩০ এর মধ্যে স্বাস্থ্য বিষয়ক প্রতিটি প্যারামিটার ১০০ শতাংশ উন্নতি করে নেওয়ার জন্য পরিকল্পনা হাতে নিয়ে কাজ চলছে। তাই আশা কর্মী এবং অঙ্গনারী কর্মীদের বিভিন্ন গ্রামে গ্রামে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সঠিকভাবে কাজ করে স্বাস্থ্য বিষয়ক সংক্রান্ত সচেতনতা ১০০ শতাংশ মানুষের মধ্যে গড়ে তুলতে হবে। তাই স্বাস্থ্য কর্মীদের প্রচন্ড গুরুত্ব রয়েছে ২০৩০ এর মধ্যে একটা স্বাস্থ্য এবং সুস্থ ভারত গড়ে তোলার।

