রাজৌরি, ১৩ সেপ্টেম্বর (হি.স) : রাজৌরি এনকাউন্টারে শহীদ সেনা রাইফেলম্যান রবি কুমারকে সেনাবাহিনীর তরফ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বুধবার ধাওয়ারে রাজৌরির মিলিটারি হাসপাতাল ১৫০ জিএইচ-এতে এই শ্রদ্ধার্ঘ অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে সৈন্যরা এবং সেনাবাহিনীর আধিকারিকরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে রবি কুমারকে বিদায় জানান।
সেনাবাহিনীর জম্মু-ভিত্তিক হোয়াইট নাইট কর্পস এক বিবৃতিতে জানিয়েছে, হোয়াইট নাইট কর্পস ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ ঐতিহ্যবাহী অপারেশন চলাকালীন রাইফেলম্যান রবির দেশের জন্য আত্মত্যাগকে স্যালুট। আমাদের জাতির প্রতি তাঁর অটুট নিবেদন ও সেবা চীরদিন স্মরণীয় হয়ে থাকবে। শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানের পর শহীদ রাইফেলম্যান রবি কুমারের মৃতদেহ তাঁর নিজের গ্রাম কিশতওয়ারে পাঠানো হয়। যেখানে বুধবার পূর্ণ সামরিক সম্মানের সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।