নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রিসভার দু’টি বড় সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে ভারতের পৌরহিত্যে জি-২০ সম্মেলনের সাফল্যে ব্যক্ত করলেন খুশি। বুধবার বিকেলে নতুন দিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন করেন অনুরাগ সিং ঠাকুর।
শুরুতেই তিনি বলেন, “প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জি-২০ শিখর সম্মেলনের সফল সমাপ্তির জন্য প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করেছেন। ভারত এখন বিশ্বব্যাপী এজেন্ডা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
এরপরই কেন্দ্রীয় মন্ত্রিসভার দু’টি বড় সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “বুধবার দু’টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথম সিদ্ধান্ত হল-২০২৬ সাল পর্যন্ত আগামী ৩ বছরে আরও ৭৫ লক্ষ এলপিজি সংযোগ বিনামূল্যে দেওয়া হবে, এটি উজ্জ্বলা যোজনার একটি সম্প্রসারণ। দ্বিতীয় সিদ্ধান্ত হল, ই-কোর্টস মিশন মোড প্রকল্পের তৃতীয় পর্যায়ের অনুমোদন, যে জন্য ৭,২১০ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। মূলত লক্ষ্য হল, অনলাইন এবং কাগজবিহীন আদালত প্রতিষ্ঠা করা। এটি বিচার ব্যবস্থাকে আরও স্বচ্ছ করে তুলবে, কাগজবিহীন আদালতের জন্য, ই-ফাইলিং এবং ই-পেমেন্ট সিস্টেমকে সর্বজনীন করা হবে। ডেটা সংরক্ষণের জন্য ক্লাউড স্টোরেজ তৈরি করা হবে। সমস্ত আদালত কমপ্লেক্সে, ৪,৪০০টি ই-সার্ভিস সেন্টার স্থাপন করা হবে।”