ছাত্রকে শাস্তি দেওয়ায় স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মার, হাওড়ায় ধৃত দুই

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : ক্লাসে ছাত্রকে শাস্তি দেওয়ায় শিক্ষকদেরই বেধড়ক মারধর ছাত্রের বাড়ির লোকজনের। ঘটনাটি হাওড়ার শ্যামপুরের নওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে। এই ঘটনায় আতঙ্কিত শিক্ষকেরা।

সোমবার দশম শ্রেণির এক ছাত্র ইংরেজি ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে গোলমাল করে বলে অভিযোগ। শাস্তি হিসাবে ইংরেজি শিক্ষক তাকে ক্লাস থেকে বের করে দেন। কিন্তু ছাত্রটি ক্লাসের বাইরে যেতে অস্বীকার করে। তখন শিক্ষক তাকে কান ধরে ওঠবোস করতে বলেন। একটি চড়ও মারেন বলে অভিযোগ। তখনকার মতো সব শান্ত হয়ে গেলেও গোলমাল বাড়তে থাকে।

স্কুলের টিফিনের সময়ে শিক্ষকদের বসার ঘরে চড়াও হয় ওই ছাত্রের আত্মীয়-সহ চার স্থানীয় বাসিন্দা। শিক্ষকক্ষে ঢুকেই লোকজন ঝাঁপিয়ে পড়ে ইংরেজির শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের বেধড়ক মারধর করতে থাকেন। কিল, চড় এবং ঘুসি পড়তে থাকে শিক্ষকদের উপর। কয়েক জন শিক্ষক আহত হন। গোটা ঘটনাটাই টিচার্স রুমে লাগানো সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়। পরে মারধরের ওই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *