এপিএসসি কেলেংকারির চূড়ান্ত প্রতিবেদন এখনও জমা দেয়নি ৫-সদস্যের কমিটি, বিধানসভায় মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ সেপ্টেম্বর (হি.স.) : আসাম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি)-এ সংগঠিত কেলেংকারির চূড়ান্ত প্রতিবেদন এখনও জমা দেয়নি পাঁচ-সদস্যের কমিটি। আজ অসম বিধানসভায় দ্বিতীয় দিনের শরৎকালীন অধিবেশনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

অসম বিধানসভার শারদ অধিবেশনের দ্বিতীয় দিন বিরোধী বিধায়কের লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, এপিএসসিতে নিয়োগ কেলেংকারি সম্পর্কে অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লবকুমার শর্মা কমিশনের দাখিলকৃত প্রতিবেদন অধ্যয়নের জন্য গঠিত পাঁচ সদস্যের কমিটি এখনও চূড়ান্ত রিপোর্ট জমা দেয়নি। উভয় পক্ষের প্রতিবেদন হাতে আসার পর তার ওপর ভিত্তি করে সরকার সব অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সরভোগের বিধায়ক তথা সিপিআইএম নেতা মনোরঞ্জন তালুকদার এ বিষয়ে অসম সরকারের গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কাছে জানতে চাইলে জবাবি ভাষণে এ তথ্য দিয়েছেন তিনি।

২০১৩ সালের এপিএসসি সিসিইতে টাকার বিনিময়ে নিয়োগ লাভে অভিযুক্ত ৩৪ জনের বিরুদ্ধে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লবকুমার শর্মা কমিশনের রিপোর্টও আজ কিছুটা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী৷

লিখিত উত্তরে মুখ্যমন্ত্ৰী বলেন, ২০২২ সালের ১১ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব কুমার শর্মা কমিশনের রিপোর্টের উপর আলোচনা করা হয়েছিল। অসম সরকারের বিজ্ঞপ্তি নম্বর এইচএমএ ১৯০১১/৪৬/২০১৮-পলিটিক্যাল (এ) / ২৯১, তারিখ ২০ মে ২০২২ জারিকৃত বিজ্ঞপ্তির ওপর অধ্যয়ন করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *