প্লাস্টিক বিরোধী অভিযানে নেমেছে সদর মহকুমা প্রসাশনের এসফোর্সমেন্ট টিম

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্লাস্টিক বিরোধী অভিযানে নেমেছে সদর মহকুমা প্রসাশনের এসফোর্সমেন্ট টিম। আজ প্রসাশনের আধিকারিরকরা লেইক চৌমুহনী বাজারে অভিযান চালিয়েছে। পাশাপাশি রাজ্যে উৎপাদিত চাল, আলু এবং পেঁয়াজের দাম বাজার সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।

জনৈক আধিকারিক জানিয়েছেন, বিগত কয়েকদিন যাবৎ বাজারে রাজ্যে উৎপাদিত চালের দাম উর্ধ্বমুখী লক্ষ্য করা গিয়েছে। দোকানে চালের দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে।

এদিন অভিযানে নেমে ৩৫ টি দোকানে হানা দিয়েছে প্রসাশনের এসফোর্সমেন্ট টিম।পাশপাশি অভিযানে নেমে উদ্ধার করা হয়েছে প্রচুর প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন জনৈক আধিকারিক।