আগরতলা, ১২ সেপ্টেম্বর।। ট্রাফিক দপ্তরের অবহেলার কারণে ধর্মনগরে প্রতিদিন যানদুর্ঘটনা ঘটেই চলেছে। মঙ্গলবার দুপুর একটার দিকে জেল রোড মনতলার কাছে একটি ই-রিক্সা প্যাসেঞ্জার নিয়ে উত্তর জেলা শাসকের গাড়ির সাথে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে ই-রিক্সার চালকের খুব একটা ক্ষতি না হলেও ই-রিক্সার মধ্যে একজন বয়স্ক মহিলা জাফলং ৪ নং ওয়ার্ডের সুপর্ণা নাথ ব্যাপকভাবে আঘাতের শিকার হয়। সাথে সাথে তাকে অগ্নিনির্বাপক বাহিনীর লোকেরা এসে উত্তর জেলা হাসপাতালে নিয়ে যায়। সে এখন আশঙ্কাজনক অবস্থায় উত্তর জেলা হাসপাতালে ভর্তি রয়েছে। ই-রিক্সা চালকের নাম বিভ্র দে পুরকায়স্থ এবং বাড়ি হাফলং গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য ই-রিক্সা চালকের বয়স এখনো ১৮ বছর হয়নি। কি করে নাবালকরা ই-রিক্সা নিয়ে শহরের সর্বত্র ঘুরে বেড়ায় তা নিয়ে ট্রাফিকের কোন মাথা ব্যাথা নেই। ট্রাফিক দপ্তর কঠোর মনোভাব গ্রহণ না করলে দুর্ঘটনার হার আরও বৃদ্ধি পেতে পারে বলে অনেকেই আশঙ্কা ব্যক্ত করেছেন।