গাছ কেটে ফেলার অভিযোগ, খতিয়ে দেখতে বালিগঞ্জে রাজ্যপাল

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্যের বিভিন্ন বিষয়ে সি ভি আনন্দ বোসকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে। তা নিয়ে একাধিক বিতর্ক হয়েছে। রাজভবন-নবান্নের মধ্যে জটিলতাও তৈরি হয়েছে।

এই পরিস্থিতির মধ্যে মঙ্গলবার সকালবেলা বালিগঞ্জের ১২ নম্বর রোনাল্ড রোডে গাছ কাটার অভিযোগ পেয়ে একেবারে সরজমিনে তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন বোস। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। জানা গিয়েছে, ওই এলাকার দীর্ঘদিনের একটি পুরনো গাছ কেটে ফেলা হয়েছে। সম্ভবত, প্রমোটিং হচ্ছে সেখানে। অনুমান করা হচ্ছে সেই কারণেই গাছ কাটা হয়েছে।

এবার শিক্ষাদফতর ছাড়াও পরিবেশ নিরে রাজ্যপালকে মাথা ঘামাতে দেখা গেল। গাছ কেটে ফেলার প্রতিবাদ করতে দেখা গেল তাঁকে। শুধু তাই নয়, পিপুল গাছের স্মরণে রাজভবনে একশোটি পিপুল চারা রোপণ করবেন রাজ্যপাল বোস। উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্যের বিরোধ চলছে। এই পরিস্থিতিতেএই ঘটনা আবার নতুন করে বিতর্ক তৈরি করবে কি না তা ভবিষ্যত বলবে। কারণ বেআইনি ভাবে গাছকাটা, প্রোমোটিং এই সবই পৌরসভার তত্ত্বাবধানে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *