আগরতলা, ১১ সেপ্টেম্বর।। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অন্কন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত লংতরাইভ্যালী শাখা কমিটি। মনু কমিউনিটি হলে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ছামনু কেন্দ্রের বিধায়ক শম্ভু লাল চাকমা। বিশেষ চিত্রকারিতায় কৃতিত্ব রাখার জন্য মহকুমার বিভিন্ন আর্ট স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি মহকুমার সাংবাদিকদের সম্মাননা দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শম্ভুলাল চাকমা বলেন আর্ট হচ্ছে মনন ও ব্যক্তি চিন্তাধারার বহিঃপ্রকাশ। প্রতিটি আর্টের ছাত্র-ছাত্রীরা যেন সমাজের কল্যাণে ও মানব সেবায় নিয়োজিত হওয়ার জন্য নিজেদের গড়ে তুলতে পারে সেদিকে লক্ষ্য থাকতে হবে। তিনি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন সমাজের অকল্যানে যাতে তারা জড়িত না হয় সেই শিক্ষাও দিতে হবে। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনু-ছৈলেংটা কেন্দ্রের এমডিসি সঞ্জয় দাস, ত্রিপুরা আর্ট সোসাইটির সভাপতি কপিল কান্তি দাস, সোসাইটির চেয়ারম্যান নিহারেন্দু বিকাশ দত্ত সহ অন্যান্যরা।
2023-09-11