ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। ঘরোয়া ক্রিকেটে লিগের লক্ষ্যে দলবদল শুরু হয়েছে গত ৫ সেপ্টেম্বর থেকে । আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া জারি থাকবে। প্রতি দিনের মতো সোমবার ও ক্রিকেটাররা তাদের পছন্দমতো দলের হয়ে খেলার জন্য সাক্ষর করলো। এদিন বিভিন্ন দল থেকে ইউ বি এস টি ক্লাবের হয়ে টোকেন তুলে জমা দিলো সুকান্ত রিয়াং, মনোজিৎ দাস, সায়নতন দেববর্মা, সমীর দেববর্মারা। ক্লাবের এক কর্মকর্তা জানালেন, এবছর রাজ্য এবং বহিরাজ্যের বেশ কিছু নতুন মুখ নিয়ে দল গঠন করা হবে। প্লেয়াররা ভালো খেলা উপহার দেবে বলেই আশা প্রকাশ করেন কর্মকর্তারা।
2023-09-11

