শিশুশিল্প শিক্ষা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত ধর্মনগরে

আগরতলা, ১১ সেপ্টেম্বর।।  ধর্মনগরের বিবেকানন্দ সার্থ শতবার্ষিকী ভবনে শিশুশিল্প শিক্ষা বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। উদ্যোক্তা হিসেবে ছিল কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফট। এই সেমিনারে বৃক্ষে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন উত্তর জেলা পরিষদের কার্যকরী সদস্য কাজল দাস, ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় পদার্থবিভাগের অধ্যক্ষ ডক্টর রঘুনন্দন দাস, কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফটের পক্ষে ধর্মনগরের দায়িত্বপ্রাপ্ত অঙ্কন শিক্ষক পরেশ নাথ, কন টেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফটের উত্তর জেলার বিভিন্ন পদে আসীন কর্মকর্তারা। ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অভিভাবক এবং শিশু শিল্পীদের নিয়ে মূলত এই সেমিনার অনুষ্ঠিত হয়।  এনসিইআরটি সিলেবাস অনুযায়ী কেমন করে শিশুদের অঙ্কন শিক্ষাদানের মাধ্যমে বড় বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাওয়া সম্ভব এবং অংকন নিয়ে দীর্ঘ আলোচনা ও তার ভবিষ্যৎ এই সেমিনারে মুখ্য বস্তু হিসেবে উঠে আসে। বর্তমানে অংকন একটি সমাজের অপরিহার্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এমনকি বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে অংকন খুবই দরকারি ভূমিকা পালন করে। তাই অঙ্কনকে শুধুমাত্র পেশা হিসেবে গ্রহণ না করেও শিক্ষার ক্ষেত্রে অপরিহার্য মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *